যৌথ মহড়ার পরিকল্পনা সিউল-ওয়াশিংটনের

Looks like you've blocked notifications!
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ উদ্যোগে সামরিক মহড়া করতে পারে দক্ষিণ কোরিয়া। ছবি : রয়টার্স

উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের নতুন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সিদ্ধান্ত জানানোর পর পরমাণু ও ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্ক বাড়ছে সিউলে। এ অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ উদ্যোগে সামরিক মহড়া করতে পারে দক্ষিণ কোরিয়া। খবর রয়টার্সের।

এক সাক্ষাৎকারে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইয়েল এমনটাই বলেছেন, পরমাণু অস্ত্র আমেরিকারই। কিন্তু মহড়ার পরিকল্পনা, তথ্য বিনিময়, প্রশিক্ষণ, এই সবকিছু যৌথ উদ্যোগে করবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।

একদিন আগেই উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যমে বলা হয়েছে, তাদের শাসক কিম জং উন নতুন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এটি হবে আরো শক্তিশালী অস্ত্র। আমেরিকার নেতৃত্বে প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার দিক থেকে তারা যে হুমকি পাচ্ছে, তা রুখতেই কিমের এই সিদ্ধান্ত।

উত্তর কোরিয়ার ঘোষণা প্রকাশ্যে আসতেই সিউল এবং ওয়াশিংটনের যৌথ মহড়ার পরিকল্পনার কথা শোনা যাচ্ছে।