রবীন্দ্রনাথ ঠাকুর কালো ছিলেন : ভারতীয় শিক্ষা প্রতিমন্ত্রী

Looks like you've blocked notifications!
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ছবি : সংগৃহীত

অপ্রত্যাশিত এক কারণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ফের ভারতীয় গণমাধ্যমের শিরোনাম হয়েছেন। এবার দেশটির কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের এক বিতর্কিত মন্তব্য রবীন্দ্রনাথকে শিরোনামে নিয়ে এসেছে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, গতকাল বুধবার পশ্চিমবঙ্গ রাজ্যের বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ে গিয়ে বিজেপি নেতা সুভাষ সরকার বলেছেন, নোবেলজয়ী রবীন্দ্রনাথের গায়ের রং ছিল কালো, এ কারণে কবির মা কবিকে ভিন্ন চোখে দেখতেন। প্রতিমন্ত্রীর এ বক্তব্য ভারতজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি করেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে গড়া। বুধবার সেখানে গিয়ে সুভাষ গায়ের রং ‘কালো’ হওয়ায় কবিকে মায়ের ‘বৈষম্যের’ শিকার হতে হয়েছে বলে মন্তব্য করেন।

সুভাষ দাবি করেন, ‘পরিবারের অন্যদের তুলনায় তাঁর গায়ের রং ছিল কালো, ফর্সার মধ্যে অনেক বেশি লালচে ভাব ছিল। কালো গাত্রবর্ণের জন্য ঠাকুরের মা এবং অন্য আত্মীয়দের মধ্যে কয়েকজন তাকে কোলেও নিতেন না।’

‘দুই ধরনের ফর্সা লোক হয়। একদল খুবই ফর্সা, হলদে রঙের; অন্যরাও ফর্সা, তবে তাদের মধ্যে লালচে ভাব থাকে। কবিগুরু ছিলেন দ্বিতীয় গোত্রের,’ ভারতের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।

পশ্চিমবঙ্গের বোলপুর জেলার শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের সৃষ্ট বিশ্ববিদ্যালয়ে গিয়ে সুভাষের এ মন্তব্য রবীন্দ্রভক্ত এবং বিশেষজ্ঞদের ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। বিরোধী রাজনীতিবিদরা প্রতিমন্ত্রীকে ‘অশিক্ষিত’ বলেও অ্যাখ্যা দিয়েছেন।

সুভাষ যে অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ও তাঁর পরিবারকে নিয়ে এ মন্তব্য করেছেন, সেখানে বিশ্ব ভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীও ছিলেন। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা উপার্চর্যেরও সমালোচনা করেছেন।