রমজান উপলক্ষে ৫৪০ কয়েদিকে মুক্তি দিচ্ছে আরব আমিরাত

Looks like you've blocked notifications!
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। ছবি : সংগৃহীত

চলতি বছর পবিত্র রমজান মাস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে ৫৪০ কয়েদিকে সাধারণ ক্ষমার আওতায় আনা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান এই ঘোষণা দিয়েছেন।

সোমবার আরব আমিরাতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ওয়াম ও সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ‘এই ক্ষমার আওতায় থাকা কয়েদিরা যেন পরিবারের সদস্যদের সঙ্গে পবিত্র রমজান পালন করতে পারে ও নিজেদের ভবিষ্যতের কথা ভেবে সুপথে ফিরে আসে, এই বিবেচনাতেই প্রেসিডেন্ট তাদের ক্ষমা করেছেন। শিগগিরই তাদের কারামুক্তির প্রক্রিয়া শুরু হবে।’

প্রতি বছরই রমজান উপলক্ষে কয়েদিদের মুক্তি দেয় সংযুক্ত আরব আমিরাত। পরিবারের সদস্যদের সঙ্গে সামাজিক জীবন-যাপন ও সৎপথে আসার সুযোগ করে দেওয়াই এই মুক্তিদান প্রথার উদ্দেশ্য।

চলতি ২০২২ সালে ২ এপিল থেকে মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান শুরু হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, করোনা মহামারির প্রভাবে বিশ্বজুড়ে বিপুল সংখ্যক মানুষ দারিদ্র্যের মধ্যে পড়েছেন। ফলে খাদ্য নিরাপত্তার অভাবে ভুগছেন অনেকেই।

রমজান মাসে বিশ্বের ১০০ কোটি মানুষকে খাদ্য সহায়তা দেবে আমিরাত। রমজান শেষ হওয়ার পরও এই সহায়তা অব্যাহত থাকবে।

দেশটির ভাইস প্রেসিডেন্ট ও বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের শাসক শেখ মোহম্মদ বিন রশিদ আল মাকতুম এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।