রমজান উপলক্ষে ৬৫০টি পণ্যের দাম কমাল কাতার

Looks like you've blocked notifications!
আসন্ন রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে কাতার সরকার। ছবি : সংগৃহীত

আসন্ন রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে কাতার সরকার। গতকাল সোমবার দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। এ জন্য ৬৫০টি পণ্যের একটি তালিকা প্রকাশ করেছে মন্ত্রণালয়। খবর কাতার লিভিং ডট কমের।

মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় বলা হয়, ২০২১ সালের রমজান উপলক্ষে ক্রেতাদের জন্য ৬৮০টি পণ্যের দামে ডিসকাউন্ট দেওয়া হয়েছে। সেসব পণ্যের তালিকা টুইটে দেওয়া হয়।

মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, এটি ৫ এপ্রিল থেকে কার্যকর হয়েছে এবং চলবে শেষ রোজা পর্যন্ত। এর মধ্যে উল্লেখযোগ্য পণ্যগুলো হলো চাল, পাস্তা, চিনি, ফুল, মুরগি, মিল্ক ওয়েল, মধু, মাখনসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য।

এদিকে তালিকাভুক্ত সব পণ্যের দাম কম রাখা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে রমজান মাসজুড়েই নিয়মিত অভিযান চালানো হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

কাতার ক্যালেন্ডার হাইজ জানিয়েছে, দেশটির জ্যোতির্বিদ্যার গণনা অনুযায়ী, এপ্রিলের ১৩ তারিখ (মঙ্গলবার) প্রথম রোজা হওয়ার সম্ভাবনা রয়েছে।