রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

Looks like you've blocked notifications!
২০২২ সালের রসায়নে নোবেল পুরস্কার পাওয়া ক্যারোলিন আর. বার্টোজি, মর্টেন মেলডাল এবং কে. ব্যারি শার্পলেস। ছবি: সংগৃহীত

রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। ক্লিক কেমিস্ট্রি ও বায়োর্থোগোনাল কেমিস্ট্রির উন্নয়নের জন্য তাঁদের এই পুরস্কার দেওয়া হলো। বুধবার সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিস অ্যাকাডেমি রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করেছে।

রসায়নে নোবেলবিজয়ী তিনজন হলেন, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্যারোলিন আর. বার্তোজি, ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মর্টেন মেলডাল এবং মার্কিন গবেষক কে. ব্যারি শার্পলেস। এই তিনজনের মধ্যে কে. ব্যারি শার্পলেস ২০০১ সালেও রসায়নে নোবেল পেয়েছিলেন।

নোবেল কমিটি জানিয়েছে, ক্লিক কেমিস্ট্রি এবং বায়োর্থোগোনাল কেমিস্ট্রির উন্নয়নের গবেষণায় তাৎপর্যপূর্ণ অবদানের জন্য ২০২২ সালে রসায়ন বিজ্ঞানে তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে। 

গত সোমবার চিকিৎসাশাস্ত্রে সুইডিশ জিনবিজ্ঞানী সোয়ান্তে প্যাবোকে ঘোষণার মাধ্যমে শুরু হয় এবারের নোবেল পুরস্কার ঘোষণার কার্যক্রম। বিলুপ্ত হোমিনদের জিনোম এবং মানব বিবর্তনবিষয়ক গবেষণার জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে প্যাবোকে।

এরপর গতকাল পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয। এদিন নোবেল কমিটি জানায়, ‘বিজড়িত ফোটন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা, বেল অসমতার লঙ্ঘন প্রতিষ্ঠা এবং কোয়ান্টাম তথ্য বিজ্ঞানে অগ্রণী ভূমিকা পালনের জন্য’ ২০২২ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে ফরাসি বিজ্ঞানী অ্যালেইন অ্যাসপেক্ট, মার্কিন বিজ্ঞানী জন এফ ক্লসার ও অস্ট্রিয়ান বিজ্ঞানী অ্যান্টন জেলিঞ্জারকে। এরপর আজ রসায়নে তিনজনের নাম ঘোষণা এলো।

আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করে হবে সাহিত্যে নোবেল বিজয়ীর নাম। পরদিন জানা যাবে শান্তিতে কে নোবেল পেলেন। 

এরপর আগামী সোমবার শেষ দিন ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম।