রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা শিয়া নেতা মুকতাদা আল-সদরের

Looks like you've blocked notifications!
মুকতাদা আল-সদরের সমর্থকেরা সম্প্রতি রাজপথে বিক্ষোভ করে। ছবি : রয়টার্স

রাজনৈতিক জীবন থেকে অবসর নিচ্ছেন বলে ঘোষণা দিয়েছেন ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুকতাদা আল-সদর। দেশটিতে সরকার গঠন নিয়ে চলমান সংকটে অত্যন্ত মুখ্য হিসেবে বিবেচিত হচ্ছিলেন তিনি। অথচ এবার সেই নেতা রাজনীতিই ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন। বিবিসি এ তথ্য জানায়।

আজ সোমবার টুইট করে রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান মুকতাদা আল-সদর।

অথচ কয়েক সপ্তাহ ধরে ইরাকের পার্লামেন্টের সামনে অবস্থান নিয়ে রেখেছে আল-সদরের সমর্থকেরা। দুবার পার্লামেন্ট ভবনে ঢুকেও পড়েন তারা।

২০০৩ সালে যখন মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী ইরাক আগ্রাসন চালায়, মুকতাদা আল-সদরের বাহিনী মার্কিন বাহিনীর বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ গড়ে তোলে।

গত বছরের অক্টোবরে জাতীয় নির্বাচনে আল-সদরের রাজনৈতিক মিত্ররা বেশিরভাগ আসনে জয় পায়। কিন্তু সরকার গঠন নিয়ে শিয়া মতাবলম্বী অপর একটি গ্রুপের সঙ্গে মতবিরোধের জেরে তাঁর পক্ষের সংসদ সদস্যেরা পদত্যাগ করেন।