রাজা চার্লসকে পুতিনের অভিনন্দন, সাফল্য কামনা

Looks like you've blocked notifications!
যুক্তরাজ্যের নতুন রাজা তৃতীয় চার্লসের সিংহাসনে আরোহণ। ছবি : রয়টার্স

যুক্তরাজ্যের নতুন রাজা তৃতীয় চার্লসের সিংহাসনে আরোহণ উপলক্ষে তাঁকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চার্লসের সুস্বাস্থ্য ও সাফল্যও কামনা করেছেন তিনি। লন্ডনে রাশিয়ার দূতাবাস এক টুইটারে পুতিনের এই বার্তা জানিয়েছে। খবর রয়টার্সের।

পুতিনের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘আপনার সিংহাসনে আরোহণের এই ক্ষণে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আপনার জন্য শুভকামনা। আমি আপনার সফল্য, সুস্বাস্থ্য কামনা করছি।’

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের সেন্ট জেমসেস প্রসাদে এক ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে প্রিন্স চার্লস ফিলিপ আর্থার জর্জকে শনিবার ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস হিসেবে ঘোষণা করা হয়েছে।

তার আগে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু ঘোষণা করা হয়। যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বেশি দিন সিংহাসনে আসীন থাকার পর গত বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যান।

প্রথা অনুযায়ী এরপরই রাজা হয়ে যান রানির বড় ছেলে চার্লস। শনিবার সম্পন্ন করা হয় তাঁকে রাজা ঘোষণার আনুষ্ঠানিকতা।