রাশিয়া-ইউক্রেন আলোচনার আয়োজক হতে চায় বুলগেরিয়া

Looks like you've blocked notifications!
বুলগেরিয়ার প্রেসিডেন্ট রুমেন রাদেভ। ছবি : সংগৃহীত

ইউক্রেন-রাশিয়ার মধ্যে আলোচনার আয়োজক হওয়ার প্রস্তাব দিয়েছে বুলগেরিয়া। দেশটির গণমাধ্যমের বরাতে সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বুলগেরিয়ার প্রেসিডেন্ট রুমেন রাদেভ বলেছেন, তাঁর দেশ ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনার আয়োজন করতে পারে।

প্রেসিডেন্ট রুমেন রাদেভ বলেন, ‘বুলগেরিয়া বৈধভাবে দাবি করতে পারে যে, এ দেশ এ ধরনের আলোচনার উপযুক্ত স্থান। তবে তা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমন্বয় করা উচিত হবে।’

‘আমরা ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং আমাদের একটি ঐক্যবদ্ধ ইউরোপীয় সমাধান, একটি ঐক্যবদ্ধ ইউরোপীয় পদ্ধতি বের করার চেষ্টা করা উচিত’, যোগ করেন রাদেভ।

এদিকে, ইউক্রেনের সংকট নিয়ে আলোচনা করতে গতকাল শুক্রবার বুলগেরিয়ায় অবস্থান করছিলেন যুক্তরাজ্যের ইউরোপ ও উত্তর আমেরিকা বিষয়ক মন্ত্রী জেমস ক্লেভারলি। তিনি বলেন, ন্যাটো মিত্র হিসেবে যুক্তরাজ্য ও বুলগেরিয়া ইউক্রেনে রাশিয়ার ‘বিনা উসকানিতে হামলার’র বিরোধিতা করছে।

জেমস ক্লেভারলি যোগ করেন, ‘সবার আগে যেসব দেশ তাদের আকাশে রুশ উড়োজাহাজ নিষিদ্ধ করেছে, বুলগেরিয়া তাদের একটি।’