রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন
বিরোধীদলীয় নেতা আলেক্সাই নাভালনিকে বিষ প্রয়োগে হত্যাচেষ্টার দায়ে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
সোমবার ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে নিষেধাজ্ঞা জারি নিয়ে মতৈক্য হয়েছে বলে ডয়চে ভেলে জানিয়েছে। লুক্সেমবার্গে অনুষ্ঠিত এ বৈঠকে ২৭ মিনিটের আলোচনাতেই রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির বিষয়ে একমত হন তাঁরা।
রুশ সরকারই নাভালনিকে বিষপ্রয়োগ করে মারতে চেয়েছিল বলে সপ্তাহখানেক আগে জার্মানি ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীরা রিপোর্ট দিয়েছিলেন। তাঁদের প্রস্তাবের ওপর ভিত্তি করেই এখন কী ধরনের নিষেধাজ্ঞা জারি করা হবে, তা নিয়ে আলোচনা হয়েছে।
জার্মানি ও ফ্রান্সের মতে, রুশ কর্তৃপক্ষ জড়িত না থাকলে নাভালনিকে বিষ প্রয়োগ করা সম্ভব হতো না।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস বলেছেন, নাভালনিকে বিষপ্রয়োগের ফল রাশিয়াকে পেতে হবে। এর জন্য জার্মানি ও ফ্রান্স চায় দায়ী কিছু ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি হোক।
অবশ্য এই নিষেধাজ্ঞা এখনই চালু হচ্ছে না। কারণ, আগে এর খসড়া তৈরি হবে। ওই খসড়া নিয়ে পর্যালোচনা করবেন আইন বিশেষজ্ঞরা। এর পরই সদস্য দেশগুলোর সম্মতি নিয়ে চূড়ান্ত নিষেধাজ্ঞা কার্যকর হবে।