রাশিয়ার রকেট বৃষ্টিতে খারকিভে নিহত ১৫

Looks like you've blocked notifications!
রাশিয়ান বাহিনী ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রকেট বোমায় ১৫ জন নিহতের ঘটনা ঘটেছে। ছবি : রয়টার্স

রাশিয়ান বাহিনী ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ এবং আশেপাশের গ্রামাঞ্চলে আঘাত হেনেছে। সেখানে তারা রকেট বোমা নিক্ষেপ করেছে। এর আঘাতে খারকিভে কমপক্ষে ১৫ জন নিহতের ঘটনা ঘটেছে। মূল যুদ্ধক্ষেত্র থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে বাধ্য করার জন্য এই আঘাত, বলছে কিয়েভ।  খবর বার্তা সংস্থা রয়টার্সের।

রাশিয়ার অভ্যন্তরে, ইউক্রেন সীমান্ত থেকে মাত্র চার কিলোমিটার দূরে একটি তেল শোধনাগারে আগুন লেগেছে। রাশিয়ার টিএএসএস বার্তা সংস্থা স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, এটি একটি ড্রোনের মাধ্যমে আঘাত করা হয়েছে।

গত মাসে ইউক্রেন একটি বড় পাল্টা আক্রমণে রাশিয়ান বাহিনীকে পিছনে ঠেলে দেওয়ার পর থেকে যে এলাকায় স্বাভাবিক জীবন ফিরে আসতে শুরু করেছিল, সেখানে গত কয়েক সপ্তাহ ধরে খারকিভে রাশিয়ার হামলা চলে। আজ বুধবার সকালে তা অব্যাহত ছিল।

রাশিয়ার প্রসিকিউটর মিখাইলো মার্তোশ এই সম্বন্ধে রয়টার্সকে বলেন, ‘এটা রাশিয়া সেনাবাহিনীর গোলাবর্ষণ ছিল। হতে পারে, এটা রকেট লাঞ্চারের আঘাত। এটা ক্ষেপণাস্ত্রের প্রভাব।’