রাশিয়ার সঙ্গে গবেষণা-উদ্ভাবন কার্যক্রম বন্ধ ইউরোপীয় কমিশনের
ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার সঙ্গে সব ধরনের গবেষণা, বিজ্ঞান ও উদ্ভাবন সম্পর্কিত সহযোগিতামূলক সব কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে ইউরোপীয় কমিশন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
শুক্রবার এক বিবৃতিতে ইউরোপীয় কমিশন জানায়, রাশিয়ার কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের সঙ্গে গবেষণা, বিজ্ঞান ও উদ্ভাবন সম্পর্কিত কার্যক্রমে থাকবে না কমিশন। চলমান কোনো প্রকল্পেও আর অর্থ দেওয়া হবে না।
‘ইউরোপ ফিট ফর দ্য ডিজিটাল এইজ’ কার্যক্রমের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মার্গ্রেথ ভেস্টাগার বলেন, ‘উৎকর্ষ ও উদ্ভাবনকে মাথায় রেখে স্বাধীনতা এবং অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ইউরোপীয় ইউনিয়নের গবেষণা সহযোগিতা কার্যক্রম পরিচালিত হয়। ইউক্রেনে রাশিয়ার ন্যক্কারজনক হামলা এই মূল্যবোধের পরিপন্থি।’
রাশিয়ার কোনো প্রতিষ্ঠানের সঙ্গে নতুন কোনো চুক্তি বা কাজেও জড়াবে না ইউরোপীয় কমিশন।
এ ছাড়া একই বিষয়ে বেলারুশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন।