রাশিয়ার সাইবেরিয়ায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০০ কর্মী
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/05/07/russia_fire.jpg)
রাশিয়ার দক্ষিণ সাইবেরিয়ায় আগুনে অন্তত পাঁচ জন নিহত হয়েছে। ছবি : সংগৃহীত
রাশিয়ার দক্ষিণ সাইবেরিয়ার কিছু এলাকায় ছড়িয়ে পড়া আগুনে ২০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত পাঁচ জন নিহতের খবর পাওয়া গেছে। সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে ফ্রান্স টোয়েন্টিফোর এসব তথ্য জানায়।
সাইবেরিয়ার ক্র্যাসনোয়ারস্ক অঞ্চলের ১৬টি এলাকাজুড়ে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০০ কর্মী এবং ৯০টি যানবাহন কাজ করছে। অগ্নিকাণ্ডের এসব এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থাপনার মধ্যে বেশকিছু স’ মিল ও শিশুদের খেলার মাঠ রয়েছে।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2022/05/07/russia-fire-insert.jpg 687w)
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের জরুরি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয় বলছে, তীব্র বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।
কয়েক বছর ধরেই সাইবেরিয়ায় এমন আগুনের ঘটনা ঘটছে। গত বছরের আগুনে এক কোটি ৬০ লাখ টন কার্বন নিঃসরণ হয় বলে ইউরোপীয় ক্লাইমেট রিপোর্টে বলা হয়।