রাশিয়ায় ব্যবসা বেচে দিচ্ছে ম্যাকডোনাল্ডস

Looks like you've blocked notifications!
রাশিয়ায় ম্যাকডোনাল্ডের একটি দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন দুজন পথচারী। ছবি : সংগৃহীত

এবার রাশিয়া থেকে ব্যবসা বিক্রি করে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বহুজাতিক ফাস্টফুড চেইন রেস্তোরাঁ কোম্পানি ম্যাকডোনাল্ডস। এরই মধ্যে বিক্রির প্রক্রিয়াও শুরু হয়ে গেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা আজ সোমাবর এ তথ্য জানায়।

রাশিয়ায় ম্যাকডোনাল্ডসের ৮৫০টি রেস্তোরাঁ রয়েছে। এগুলোতে ৬২ হাজার মানুষ কাজ করে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে বহুজাতিক ফাস্টফুড চেইন রেস্তোরাঁ কোম্পানিটি।

ইউক্রেনে চলমান যুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রতি ইঙ্গিত করে ম্যাকডোনাল্ডস এক বিবৃতিতে বলেছে, ‘রাশিয়ায় আর ব্যবসা পরিচালনা করার যৌক্তিকতা নেই এবং এসব ম্যাকডোনাল্ডসের মূল্যবোধের সঙ্গে যায় না।’

যুক্তরাষ্ট্রের শিকাগোভিত্তিক কোম্পানি ম্যাকডোনাল্ডস মার্চের শুরুতে রাশিয়ায় রেস্তোরাঁগুলো সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেয়। তবে কর্মীদের বেতনভাতা এরপরও চালু ছিল। এবার তারা ব্যবসা বেচে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে কত দামে বা কার কাছে বিক্রি হচ্ছে তা এখনও জানানো হয়নি।