রাশিয়ায় স্থায়ী বসবাসের অনুমতি পাচ্ছেন স্নোডেন
শত শত গোপন নথি প্রকাশ করে প্রায় সাত বছর আগে যুক্তরাষ্ট্র সরকারকে বিপাকে ফেলা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক সদস্য এডওয়ার্ড স্নোডেনকে স্থায়ীভাবে আশ্রয় দেওয়ার অনুমতি দিয়েছে রাশিয়ার সরকার।
সাত বছর ধরে রাশিয়াতে নির্বাসিত জীবনযাপন করছেন স্নোডেন। এবার রাশিয়ায় স্থায়ীভাবে থাকার অনুমতি মিলেছে বলে বৃহস্পতিবার তাঁর আইনজীবী জানিয়েছেন।
এএফপি জানায়, স্নোডেন ২০১৩ সালে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন যে, যুক্তরাষ্ট্র সরকার দেশটির নাগরিকদের পেছনেও গোয়েন্দাগিরি করে। এ ব্যাপারে স্পর্শকাতর অনেক নথি প্রকাশ করার পর রাশিয়াতে ঠাঁই নেন তিনি।
অবশ্য ৩৭ বছর বয়সী স্নোডেন এরই মধ্যে নিজ দেশ যুক্তরাষ্ট্রে ফেরার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। গত আগস্টে তাঁকে ক্ষমা করে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।
রাশিয়ায় স্নোডেনের আইনজীবী আনাতোলি কুচেরেনা বলেছেন, দেশটিতে স্নোডেনের থাকার অনুমতি বাড়ানো হয়েছে। এবারের মেয়াদটা অনির্দিষ্ট সময়ের জন্য। সম্প্রতি রাশিয়ায় অভিবাসন আইনের পরিবর্তনে ফলে তা করা সম্ভব হয়েছে।
কুচেরেনা বলেছেন, স্নোডেনের আবেদনটা গত এপ্রিলেই করা হয়েছিল। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে এটা পাস হতে সময় লেগেছে। স্নোডেন এখন নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।