রুশ তেলের ওপর ‘কয়েক দিনের মধ্যেই’ ইইউর নিষেধাজ্ঞা : জার্মান অর্থমন্ত্রী
জার্মানির অর্থনীতিবিষয়ক মন্ত্রী রবার্ট হাবেক বলেছেন, রাশিয়া থেকে তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে একমত হওয়ার খুব কাছাকাছি পর্যায়ে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
সোমবার রাতে জেডিএফ টেলিভিশনকে এ তথ্য জানান তিনি। খবর বিবিসির।
হাবেক বলেন, ‘কয়েকদিনের মধ্যেই আমরা একটি যুগান্তকারী সীদ্ধান্তে পৌঁছাতে পারব।’
তবে তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, এ ধরনের নিষেধাজ্ঞায় রাশিয়ার খুব একটা ক্ষতি হবে বলে মনে হয় না। কেননা, বিশ্বজুড়ে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এতে রাশিয়া কম তেল বিক্রি করেই বেশি টাকা আয় করতে পারবে।
জার্মানির অর্থমন্ত্রী বলেন, এর পরিবর্তে, ইইউ ও যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে তেলের দাম নিয়ন্ত্রণের বিষয়টি বিবেচনা করছে। এটি ‘বিশেষ ব্যবস্থা’।
রাশিয়া ইউরোপের মোট চাহিদার ৪০ শতাংশ প্রাকৃতিক গ্যাস ও আমদানি করা তেলের ২৭ শতাংশ সরবরাহ করে। এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে রাশিয়া প্রতিবছর আয় করে ৪০০ বিলিয়ন ইউরো।
এদিকে, ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার তেল-গ্যাসের ওপর নির্ভরতা সম্পূর্ণ কমিয়ে নবায়নযোগ্য শক্তিকে গুরুত্ব দেওয়ার বিষয়ে দীর্ঘ পরিকল্পনার কথা জনিয়েছে।
ইউক্রেনে রাশিয়া আগ্রাসন শুরু করে ২৪ ফেব্রুয়ারি। এর পর থেকেই রাশিয়াকে থামাতে উঠেপড়ে লেগেছে ইউরোপীয় ইউনিয়ন। মস্কোর ওপর আরোপ করা হয়েছে নানা নিষেধাজ্ঞা। এখন দেশটি থেকে তেল ও গ্যাস আমদানি বন্ধ করতে চায় ইইউ।