রুশ সেনাদের ব্যারাকে ফিরে যেতে বললেন জাতিসংঘের মহাসচিব

Looks like you've blocked notifications!
জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ছবি : সংগৃহীত

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস রুশ সেনাদের ব্যারাকে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, শান্তিকে আরেকটি সুযোগ দেওয়া উচিত। খবর বিবিসির।

নিরাপত্তা পরিষদের বৈঠকের পরপরই জাতিসংঘের মহাসচিব এমন মন্তব্য করেন। ওই বৈঠকে ইউক্রেনে আগ্রাসনের নিন্দা জানিয়ে একটি খসড়া প্রস্তাবে ভেটো দেয় রাশিয়া। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে রাশিয়ার ভেটো ক্ষমতার কারণে খসড়া প্রস্তাবটি ব্যর্থ হয়ে যায়।

এরপর গুতেরেস টুইট করেন, ‘জাতিসংঘের জন্ম হয়েছিল যুদ্ধ থেকে, যুদ্ধের অবসান ঘটাতে। আজ সে উদ্দেশ্য অর্জন করা যায়নি। কিন্তু, আমাদের কখনোই হাল ছাড়লে চলবে না। শান্তিকে আমাদের আরেকটি সুযোগ দিতে হবে।’

এর কিছুক্ষণ পরে, জাতিসংঘের মহাসচিব ইউক্রেনে হামলা চালানো রুশ সেনাদের তাঁদের ব্যারাকে ফিরে যাওয়ার আহ্বান জানান।

এদিকে, রাশিয়ায় জাতিসংঘের রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া নিরাপত্তা পরিষদের যেসব সদস্য খসড়াকে সমর্থন করেনি তাদের ধন্যবাদ জানিয়েছেন। একে তিনি ‘রুশবিরোধী’ প্রস্তাব বলে আখ্যা দেন।

নিরাপত্তা পরিষদের ১১ সদস্য দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। চীন, ভারত ও সংযুক্ত আরব আমিরাত ভোটদান থেকে বিরত থাকে।