রেকর্ড দামে বিক্রি হলো বাজপাখিটি

Looks like you've blocked notifications!
নিজের বাজপাখিটিকে হাতের ওপর বসিয়ে রেখেছেন সৌদি আরবের রাজধানী রিয়াদের বাজপাখি পালনকারী মোতেব মুনির আল-আয়াফি। ছবি : সংগৃহীত

সৌদি আরবের অভিজাতদের ঐতিহ্যবাহী সৌখিনতার অন্যতম একটি অনুষঙ্গ হচ্ছে বাজপাখি পালন। রাজধানী রিয়াদের মোতেব মুনির আল-আয়াফি নামের এক ব্যক্তির একটি বাজপাখি নিলামে তোলার পর সেটি দুই লাখ ৭০ হাজার সৌদি রিয়ালে বিক্রি হয়। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) খবরে এ তথ্য জানানো হয়।

সাড়ে ১৭ ইঞ্চি দৈর্ঘ্য ও পৌনে ১৭ ইঞ্চি প্রস্থের ‘রাঘওয়ান’ নামের বাজপাখিটির ওজন এক কেজি ১০৫ গ্রাম।

ইন্টারন্যাশনাল ফ্যালকন ব্রিডারস অকশন (আইএফবিএ) আয়োজিত ভার্চুয়াল নিলামে গতকাল রোববার দুই লাখ ৭০ হাজার রিয়ালে বিক্রি হয় বাজপাখিটি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ৬১ লাখ ২৪ হাজার টাকারও বেশি।

মোতেব মুনির আল-আয়াফি পারিবারিকভাবে বাজপাখি পালনের পেশায় এসেছেন। এর আগে সুন্দর ঘোড়া প্রতিযোগিতায় তাঁর ঘোড়া চ্যাম্পিয়ন হয়। 

বাজপাখি কেনাবেচা নিয়ে প্রতি বছরই সৌদি আরবে ব্যাপক মাতামাতি লক্ষ করা যায়। এবার করোনাভাইরাসের কারণে নিলামের আয়োজনটি ভার্চুয়ালি করা হয়।