লকডাউন দীর্ঘায়িত করছে জার্মানি

Looks like you've blocked notifications!
ইউরোপের শীর্ষ অর্থনীতির দেশ জার্মানি করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলমান লকডাউন আরো দীর্ঘায়িত করছে। ছবি : রয়টার্স

করোনাভাইরাস নিয়ন্ত্রণে ইউরোপের শীর্ষ অর্থনীতির দেশ জার্মানি চলমান লকডাউন আরো দীর্ঘায়িত করছে।

ডয়েচে ভেলে এক প্রতিবেদনে জানায়, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল ও দেশটির ১৬টি রাজ্য সরকার মঙ্গলবার এ লক্ষ্যে বৈঠকে বসছেন। তাঁরা ৩১ জানুয়ারি পর্যন্ত লকডাউন জারি রাখতে চান বলে খবর প্রকাশ করেছে দেশটির একাধিক সংবাদমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়, দুটি রাজ্য ছাড়া বাকি সব রাজ্য সরকার ৩১ জানুয়ারি পর্যন্ত লকডাউন জারি রাখতে একমত হয়েছে।

দেশটিতে ৩০ ডিসেম্বর প্রথমবারের মতো সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। জার্মানিতে এ পর্যন্ত ৩৪ হাজারেরও বেশি লোক করোনায় মারা গেছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্পান সোমবার বলেছেন, করোনা সংক্রমণের হার এখনো অনেক বেশি। নিষেধাজ্ঞা আরো বাড়ানো প্রয়োজন হবে।

এদিকে দেশটিতে ২৬ ডিসেম্বর টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এ পর্যন্ত দুই লাখ ৬৪ হাজারেরও বেশি লোককে টিকা দেওয়া হয়েছে।