লন্ডন ব্রিজের কাছে ভয়াবহ আগুন
ব্রিটেনের রাজধানী লন্ডনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। লন্ডনের সাউথওয়ার্ক এলাকার ঐতিহাসিক লন্ডন ব্রিজের কাছে আগুন ধরেছে। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
লন্ডনের স্থানীয় সময় আজ বুধবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে ৭০ জনের বেশি ফায়ার সার্ভিসের কর্মী কাজ করছেন। অগ্নিকাণ্ডের এই ঘটনায় আশপাশের বেশ কয়েকটি আবাসিক ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
আগুনের ফলে ব্যাপক ধোঁয়া সৃষ্টি হওয়ায় লন্ডনবাসীকে ঘরের দরজা-জানালা বন্ধ রাখতে বলেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। কয়েক মাইল দূর থেকেও ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।
লন্ডনের নেটওয়ার্ক রেল জানিয়েছে, একটি কার পার্কেও আগুন ছড়িয়েছে। এতে কার পার্কের একাধিক ইলেক্ট্রিক গাড়িতেও আগুন ধরেছে।