লিবিয়ায় উপকূলে নৌকাডুবির ঘটনায় ৪১ অভিবাসীর মৃত্যু

Looks like you've blocked notifications!
লিবিয়ায় উপকূলের কাছে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৪১ অভিবাসীর মৃত্যু হয়েছে। প্রতীকী ছবি

লিবিয়ায় উপকূলের কাছে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৪১ অভিবাসীর মৃত্যু হয়েছে। বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও শরণার্থীবিষয়ক জাতিসংঘ হাই কমিশনার (ইউএনএইচসিআর) এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।

ইউএনএইচসিআর ও আইওএমের এক বিবৃতিতে বলা হয়, বাণিজ্যিক একটি জাহাজের সাহায্যে উদ্ধার করা ৭৭ অভিবাসন প্রত্যাশীর ভাষ্য অনুযায়ী, নৌযানটিতে মোট ১২০ জন যাত্রী ছিল। এদের মধ্যে ছয় নারী ও চার শিশু রয়েছে। ছয় নারীর মধ্যে একজন গর্ভবতী বলে জানা যায়। নৌযানটি গত ১৮ ফেব্রুয়ারি লিবিয়া থেকে রওনা দেয়।

বিবৃতিতে বলা হয়, ‘লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিতে এ পথে ভ্রমণ করা হাজার হাজার মানুষকে মানব পাচারকারী চক্রের ও মিলিশিয়াদের হাতে পড়ে অবর্ণনীয় নিষ্ঠুরতার শিকার হতে হয়।’

বিবৃতিতে আরও বলা হয়, উদ্ধার করে লিবিয়ায় ফেরত পাঠানো অভিবাসীদের নির্বিচারে জোরপূর্বক আটক রাখা হয় এবং এতে মানবাধিকার লঙ্ঘিন হচ্ছে।

২০১১ সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর উত্তর আফ্রিকার এ দেশের রাষ্ট্রীয় নিরাপত্তাহীনতা ও বিশৃঙ্খলার কারণে হাজার হাজার অভিবাসী লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের কোন দেশে চলে যেতে চায় । এসব অভিবাসন প্রত্যাশীর বেশির ভাগই আবার আফ্রিকান।

বিবৃতিতে বলা হয়, চলতি বছরের এ পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় ১৬০ জন অভিবাসী প্রাণ হারিয়েছে এবং তিন হাজার পাঁচশর বেশি মানুষকে উদ্ধার করে লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে।