লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবি, ৫৭ জনের প্রাণহানির শঙ্কা

Looks like you've blocked notifications!

ইউরোপে অভিবাসনপ্রত্যাশী আফ্রিকান নাগরিকদের বহনকারী একটি নৌকা লিবিয়া উপকূলে ডুবে গেছে। এতে প্রায় ৫৭ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মুখপাত্র সাফা মাসেলি বলেন, গত রোববার নৌকাটি উপকূলীয় খুমস শহর থেকে রওনা দেয়। এতে অন্তত ৭৫ আরোহী ছিলেন। এদের অধিকাংশই ছিলেন নাইজেরিয়া, ঘানা ও গাম্বিয়ার নাগরিক।

মুখপাত্র জানান, যান্ত্রিক ত্রুটির কারণে নৌকাটি বন্ধ হয়ে যায়। পরে খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে নৌকাটি ডুবে যায়। ১৮ জনকে উদ্ধার করে জেলে ও কোস্টগার্ড বাহিনী উপকূলে ফিরিয়ে নিয়ে আসে।

যে ৫৭ জন ডুবে গেছে, তাদের মধ্যে অন্তত ২০ জন নারী এবং দুই শিশু রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মুখপাত্র।