লেবাননের সঙ্গে সম্পর্ক ছিন্ন : সৌদির পথে তিন দেশ

Looks like you've blocked notifications!
লেবাননের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ছবি : সংগৃহীত

সৌদি আরবের পর এবার সংযুক্ত আরব আমিরাত লেবাননের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। আরব আমিরাত শনিবার বলেছে, তারা লেবানন থেকে তাদের কূটনীতিকদের প্রত্যাহার করছে। খবর জর্ডান টাইমস ও গালফ নিউজের।

এ ছাড়া উপসাগরীয় দেশ কুয়েত ও বাহরাইন লেবাননের রাষ্ট্রদূতদের তাদের রাজধানী থেকে বহিষ্কার করেছে। শনিবার এক ঘোষণায় আরব আমিরাত ও কুয়েত লেবাননের রাষ্ট্রদূতকে দেশ ছাড়তে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে। এ ছাড়া লেবাননের নাগরিকদের ওপরও এই দেশগুলোতে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

গত সপ্তাহে লেবাননের তথ্যমন্ত্রী জর্জ খোরদাই ইয়েমেনে দুর্ভিক্ষ ও যুদ্ধের জন্য সৌদি আরবকে দায়ী করে কথা বলায় লেবাননের সঙ্গে সৌদি জোটের চার দেশ এই পদক্ষেপ নিল।

এদিকে লেবাননের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের সম্পদশালী সৌদি জোটের চার দেশের সম্পর্ক ছিন্নের ঘোষণায় উদ্বেগ জানিয়েছে আরব লীগ।

লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদাল্লাহ বাওহাবিব বলছেন, সংকট নিরসনে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।