লেবাননে নিহত বেড়ে ২২০, আরো দুই মন্ত্রীর পদত্যাগ

Looks like you've blocked notifications!
লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সরকারবিরোধী বিক্ষোভ। ছবি : সংগৃহীত

লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সরকারবিরোধী তীব্র বিক্ষোভের মাঝে আজ সোমবার দেশটির আরো দুজন মন্ত্রী পদত্যাগ করেছেন। এ নিয়ে দেশটির ৯ এমপি এবং মন্ত্রিসভার চার সদস্য পদত্যাগ করলেন। এর ফলে দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াবের নেতৃত্বাধীন পুরো সরকার ভাঙনের মুখে পড়তে যাচ্ছে।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, গত মঙ্গলবারের ওই বিস্ফোরণের ঘটনায় সরকারের ব্যর্থতার দায় স্বীকার করে সোমবার দেশটির আইনমন্ত্রী ম্যারি ক্লদ নাজম ও অর্থমন্ত্রী গাজী ওয়াজনি পদত্যাগ করেন। এর আগে রোববার দেশটির তথ্যমন্ত্রী মানাল আবদেল সামাদ ও পরিবেশ মন্ত্রী দামিয়ানোস কাত্তার পদত্যাগ করেন।

বৈরুত বিস্ফোরণের পর হাজার হাজার ক্ষুব্ধ জনতা শনিবার রাস্তায় নেমে আসে। তারা রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের দাবি জানায়। ওই বিক্ষোভ রোববারও অব্যাহত ছিল। বিক্ষোভকারীদের দাবি সরকারের পদত্যাগ। এ লক্ষ্যে তারা চারটি মন্ত্রণালয় এবং ব্যাংক অ্যাসোসিয়েশনের অফিসেও ঢুকে পড়ে।

এদিকে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২২০ জনে দাঁড়িয়েছে এবং এখনও নিখোঁজ রয়েছেন আরো ১১০ জন। এছাড়া এতে আহত হয়েছেন ছয় হাজারের বেশি মানুষ। স্থানীয় সংবাদমাধ্যম আল-মারসাদ বৈরুতের গভর্নর মারওয়ান আবুদের বরাত দিয়ে হতাহতের এই সংখ্যা জানানো হয়েছে।