শতাধিক ইউক্রেনীয় বন্দিকে মুক্তি দিল রাশিয়া

Looks like you've blocked notifications!
মুক্তি পাওয়া ইউক্রেনীয়দের ছবিটি অ্যান্ড্রি ইয়েরমাকের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে নেওয়া

যুদ্ধক্ষেত্রে আটক  ইউক্রেনীয় বাহিনীর শতাধিক সদস্যকে মুক্তি দিয়েছে রাশিয়া। ইতোমধ্যে নিজ বাড়িতে পৌঁছেছেন মুক্তি পাওয়া বন্দিরা। রুশ বন্দিশালা থেকে যেসব ইউক্রেনীয় মুক্তি পেয়েছে তারা সবাই অর্থোডক্স খ্রিষ্টান ধর্মাবলম্বী। ইস্টার সানডের উৎসবকে ঘিরেই তাদের মুক্তি দেওয়া হয়েছে। এক জ্যেষ্ঠ ইউক্রেনীয় কর্মকর্তার বরাতে আজ রোববার (১৬ এপ্রিল) এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রুশ বাহিনী। এরপরেই দুই প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধ বাধে, যা এখনও চলমান। এক বছরেরও বেশি সময়ের এই যুদ্ধে এখন পর্যন্ত দুবার বন্দি বিনিময় করেছে যুদ্ধরত দেশ দুটি।

এদিকে, ইস্টার সানডে উপলক্ষে কোনো ধরনের উৎসব পালনে বারণ করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। নিরাপত্তা ইস্যুতেই তারা এমনটি করেছে তারা। এরপরেও ইউক্রেনীয় কর্তৃপক্ষ ও সাধারণ মানুষেরা আশা জাগানিয়া বিভিন্ন ম্যাসেজ নিজেদের মধ্যে আদান প্রদান করেছে।

বন্দিদের মুক্তি দেওয়ার বিষয়টি জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা অ্যান্ড্রি ইয়েরমাক বলেছেন, ‘কয়েক ডজন পরিবার ইস্টার সানডেতে আনন্দ করার উপলক্ষ পেয়েছেন। ১৩০ জনকে মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে সেনাবাহিনীর সদস্য, সীমান্তরক্ষী বাহিনী ও অন্যান্য বন্দি রয়েছে।’

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে অ্যান্ড্রি ইয়েরমাক লেখেন, ‘মুক্তিপ্রাপ্তদের অনেকে বাখমুতের পাশের খনি শহরে নিয়োজিত ছিল। সর্বশেষ কয়েক মাস ধরেই শহরটিকে কেন্দ্র করে স্থল আক্রমণ চালাচ্ছিল রুশ বাহিনী। এসব যোদ্ধাদের জীবন আমাদের কাছে অমূল্য।’

মুক্তি পাওয়া এসব বন্দি রুশ ভাড়াটে সৈন্যদল ওয়াগনার গ্রুপের বন্দিশালায় ছিল বলে জানা গেছে। এমনকি বন্দিদের ইস্টার সানডে উপলক্ষে মুক্তি দেওয়া হবে বলেও জানিয়েছিলেন ওয়াগনার বস ইয়েভজেনি প্রিগোজিন।

তবে, ইউক্রেনীয় কর্তৃপক্ষ রুশ বাহিনীর কতজনকে মুক্তি দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।