শতাধিক বিরোধী নেতাকে মুক্তি দিলেন নিকোলাস মাদুরো

Looks like you've blocked notifications!
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেশ কয়েকজন মার্কিন সমর্থিত সংসদ সদস্যসহ শতাধিক বিরোধীদলীয় রাজনৈতিক নেতাকে মুক্তি দিয়েছে দেশটির সরকার।

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশের বিদ্যমান রাজনৈতিক বিভাজন দূর করে জাতীয় সংহতি দৃঢ় করার পদক্ষেপ হিসেবে এ উদ্যোগ নিয়েছেন। খবর এএফপির।

প্রেসিডেন্ট মাদুরোর একটি পরিকল্পনার অংশ হিসেবে বিরোধী বন্দিদের মুক্তি দেওয়া হচ্ছে। মূলত গতকাল মঙ্গলবার মাদুরো নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

মাদুরো বলেছেন, ল্যাটিন আমেরিকায় রাজনৈতিক ঐক্য ও সংহতি জোরদার করার জন্যই তিনি এ ব্যবস্থা নিয়েছেন। এবার যেসব বিরোধী বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে তাঁদের বিরুদ্ধে সহিংস বিক্ষোভ, সামরিক অভ্যুত্থানের প্রচেষ্টা এবং দেশের মধ্যে বিদ্বেষ ছড়ানোসহ নানা ধরনের অপরাধমূলক তৎপরতার অভিযোগ ছিল।

মুক্তিপ্রাপ্ত বন্দিদের মধ্যে বেশ কয়েকজন মার্কিন সমর্থিত সংসদ সদস্য রয়েছেন। যদিও প্রেসিডেন্ট মাদুরো তাদের আইনের সুযোগ গ্রহণের সুবিধা দিয়েছেন।

বিষয়টিকে ভেনেজুয়েলায় প্রশংসার দৃষ্টিতে দেখা হচ্ছে তবে বিরোধীদের অনেকেই এখনো প্রেসিডেন্ট মাদুরোর সমালোচনায় মুখর।