শরণার্থীদের ভার বইতে পারছে না তুরস্ক, সীমান্ত খুলে রাখার ঘোষণা এরদোয়ানের
যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে পালিয়ে আসা অভিবাসীদের ইউরোপ যাওয়ার সুযোগ করে দিতে সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এই ঘোষণার পর ১৮ হাজার অভিবাসী সীমান্ত অতিক্রম করেছে বলেও জানিয়েছেন তিনি। কয়েক দিনের মধ্যেই এই সংখ্যা ২৫ থেকে ৩০ হাজারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইদলিবে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী বিমান হামলা চালিয়ে ৩৩ তুর্কি সেনাকে হত্যা করে। এরপরই অভিবাসীদের জন্য ইউরোপের দরজা খুলে দেওয়ার ঘোষণা দিলেন তুর্কি প্রেসিডেন্ট। গতকাল শনিবার তিনি বলেন, সিরিয়ার গৃহযুদ্ধ থেকে পালিয়ে আসা শরণার্থীদের ভার আর বহন করতে পারছে না তুরস্ক।
এরদোয়ান বলেন, ‘আঙ্কারা এবার সিরীয় শরণার্থীদের তুরস্ক থেকে ইউরোপে প্রবেশের অনুমতি দিয়েছে। আমরা আর দরজাটি বন্ধ করব না। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উচিত তাদের ওয়াদা রক্ষা করা।’
এদিকে গ্রিস সরকার জানিয়েছে, তুরস্ক থেকে অবৈধভাবে প্রবেশ করতে চাওয়া হাজার হাজার শরণার্থীকে বাধা দেওয়া হয়েছে।
বর্তমানে প্রায় ৩৭ লাখ সিরীয় শরণার্থী তুরস্কের আশ্রয়ে রয়েছে। এসব শরণার্থীর ইউরোপে যাওয়া ঠেকাতে তুরস্কের সঙ্গে চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে এরদোয়ানের অভিযোগ ইইউ ওই চুক্তি ভঙ্গ করেছে।