শিগগিরই পদত্যাগ নয়, ক্যানসারও নেই : পোপ ফ্রান্সিস

Looks like you've blocked notifications!
বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে কথা বলেন পোপ ফ্রান্সিস। ছবি : রয়টার্স

অচিরেই পদত্যাগ করবেন বলে পরিকল্পনা করছেন পোপ ফ্রান্সিস, এমন সংবাদের সত্যতা নাকচ করে দিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি ক্যানসারে আক্রান্ত বলে যে গুজব ছড়িয়েছে তাও সত্য নয় বলে জানিয়েছে দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে আজ সোমবার এমনটি জানান পোপ।

ভ্যাটিক্যান সিটির নিজ বাসভবনে বসে পোপ ফ্রান্সিস  জানিয়েছেন, এ মাসেই কানাডা সফর করবেন। এরপর অল্প সময়ের ব্যবধানেই তিনি রাশিয়া ও ইউক্রেন সফর করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

ক্যানসার প্রসঙ্গে পোপ ফ্রান্সিস বলেন, ‘আমার চিকিৎসক তো আমাকে কিছু বললেন না।’ তবে তাঁর হাটুতে কিছুটা সমস্যা দেখা দিয়েছে, যার কারণে তিনি কিছু দায়িত্ব পালন করতে পারছেন না। এ নিয়ে বিস্তারিত কথা বলেন পোপ। এ কারণে সম্প্রতি আফ্রিকা সফর বাতিল হয়েছে তাঁর। আফ্রিকা সফর বাতিল প্রসঙ্গে তিনি খুবই মর্মাহত বলেও উল্লেখ করেছেন। যখন সুস্থ হবেন, তখন তিনি আফ্রিকা সফর করবেন বলেও জানান।