‘শুধু নারীদের জন্য’ পার্কিং সুবিধা বন্ধ

Looks like you've blocked notifications!
কার পর্কিংয়ের প্রতীকী ছবিটি রয়াটর্স থেকে নেওয়া

পার্কিং এরিয়ায় নারীদের ওপর সহিংসতার জেরে ২০০৯ সালে শুধুমাত্র নারীদের জন্য আলাদা পার্কিংয়ের সুবিধা চালু করেছিল দক্ষিণ কোরিয়ার সিউল। সম্প্রতি সেই সুবিধাটি বন্ধ করেছে কর্তৃপক্ষ। ১৪ বছর আগে চালু করা সুবিধাটি বন্ধের তথ্য আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

ব্রিটিশ সংবাদ মাধ্যমটি বলছে, নারীদের জন্য আলাদা পার্কিং ব্যবস্থার  প্রয়োজন নেই বলে মনে করছে সিউল কর্তৃপক্ষ। বরাদ্দকৃত ওসব পার্কিং এরিয়াতে পারিবারিক পার্কিং স্পটে পরিণত করা হবে বলে জানিয়েছে তারা। যদিও সিউল কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের সমালোচনা করছে অনেকে। তাদের মতে, প্রশাসনের সিদ্ধান্তটি নারীবিরোধী নীতির সর্বশেষ উদাহরণ।

শুধু নারীদের জন্য পার্কিং সুবিধা নিতো ৫৩ বছর বয়সী চুং ইয়ন-জং। তিনি বলেন, ‘যেখানেই আমি এই সুবিধা পেতাম সেখানেই আমি এটি নিতাম। যখন আমি শুধু নারী পার্কিং ব্যবস্থায় থাকতাম, নিজেকে নিরাপদ ভাবতাম। আশেপাশে থাকা অনেক লোকই সবার জন্য ভয়ানক।’

এই বৃদ্ধা আরও বলেন, ‘আমি কার পার্কিং এরিয়াতে হওয়া অপরাধের বিষয়ে অবগত। তাই তো গাড়িতে উঠার সঙ্গে সঙ্গে যানের দরজা লক করে দেয়।’

সিউল কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে মন খারাপ চুং ইয়ন-জংয়ের ২৭ বছর বয়সী মেয়ে পার্ক ইয়ং-সেও। তিনি বলেন, ‘মায়ের নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত।’

বিবিসি বলছে, দক্ষিণ কোরিয়ার সর্ববৃহৎ শহর সিউলে ৩০টি পার্কিং স্পটে ১০ শতাংশ জায়গা নারীদের জন্য বরাদ্দ ছিল। এর মানে দাঁড়ায়, ১৬ হাজার ৬৪০ পার্কিং স্পেসের মধ্যে দুই হাজার ছিল নারীদের জন্য বরাদ্দ ছিল।

সরকারি তথ্য মতে, ২০২১ সালে সিউলে যতগুলো অপরাধ সংগঠিত হয়েছিল এর দুই তৃতীয়াংশ পার্কিং এরিয়াতে। এর মধ্যে ছিল ধর্ষণ, যৌন নির্যাতন ও হয়রানির মতো অপরাধ।

শুধুমাত্র নারীদের পার্কিং সুবিধা দিয়েছিল সিউলের মেয়র ওহ সে-হুন। তিনিই এই ব্যবস্থাটি বাতিল করেছেন। তিনি বলেন, ‘এখন সময় পরিবারগুলোর দিকে তাকানো।’

সিউল কর্তৃপক্ষের নতুন সিদ্ধান্ত মোতাবেক, নারীদের পার্কিং এরিয়াতে এখন থেকে যান রাখতে পারবেন শুধুমাত্র গর্ভবতী মহিলা ও শিশুদের সঙ্গে নিয়ে চলাচল করা নারীরা। যেসব নারী এই মানদণ্ড মানবে না, তারা নতুন পার্কিংয়ের সুবিধা পাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সিটি কাউন্সিল।