শ্রীলঙ্কায় ৪০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল পাঠাল ভারত

Looks like you've blocked notifications!
শ্রীলঙ্কায় আরও ৪০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল পাঠিয়েছে ভারত। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কায় আরও ৪০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল পাঠিয়েছে ভারত। দ্বীপরাষ্ট্রটির জ্বালানি সংকট নিরসনে আজ শনিবার এ তেল পাঠানো হয়। আগামীকাল রোববার কলম্বো তা পৌঁছানোর কথা রয়েছে। খবর এনডিটিভি।

গত মাসে দেশটির জন্য নতুন করে সাহায্যের হাত বাড়ায় ভারত। এ সময় শ্রীলঙ্কায় জ্বালানি আমদানির জন্য অতিরিক্ত ৫০০ মিলিয়ন ডলার সহজ ঋণসহায়তা ঘোষণা দেয়।

সাম্প্রতিক সময়ে বৈদেশিক মুদ্রার অভাবে শ্রীলঙ্কা আমদানি মূল্য পরিশোধ করতে হিমশিম খাচ্ছিল। ফলে দেশটির মুদ্রার অবমূল্যায়ন হয় এবং মুদ্রাস্ফীতি বেড়ে যায়।

এক টুইট বার্তায় ভারতের হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে। সেখানে ডিজেল সরবরাহের কথা বলা হয়েছে। বলা হয়েছে—কলম্বোর উদ্দেশে ডিজেল পাঠানো হচ্ছে।

গতকাল শুক্রবার বলা হয়, সঙ্কট-বিধ্বস্ত শ্রীলঙ্কার জনগণের জন্য চাল, ওষুধ ও গুঁড়া দুধের মতো জরুরি ত্রাণ নিয়ে একটি ভারতীয় জাহাজ রোববার কলম্বো পৌঁছানোর কথা রয়েছে।