সংযুক্ত আরব আমিরাতে ভিসার মেয়াদ নবায়নের সময়সীমায় সংশোধনী

Looks like you've blocked notifications!

সংযুক্ত আরব আমিরাতে ভিসা, এন্ট্রি পারমিট ও এমিরেটস আইডি কার্ড (পরিচয়পত্র) নবায়ন করার সময়সীমা সংশোধন করা হয়েছে। আমিরাত ফেডারেল কেবিনেট দেশটিতে ভিসা, আইডি কার্ড এবং এন্ট্রি পারমিটের মেয়াদ সম্পর্কিত আগের সিদ্ধান্ত সংশোধন করেছে।

এর আগে করোনা পরিস্থিতির কারণে ১ মার্চ ২০২০-এর পর দেশটিতে ভিসা, এন্ট্রি পারমিট কিংবা আইডির মেয়াদ শেষ হওয়া ব্যক্তিদের ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল কেবিনেট।

গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, গত শুক্রবার কেবিনেটে আগের সব ঘোষণা বাতিল করে ভিসা, এন্ট্রি পারমিট ও আইডি কার্ড নবায়নের নতুন সময়সীমা ঘোষণা করা হয়েছে। দেশটির পরিচয়পত্র ও নাগরিকত্ব কার্যালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার খামিস আল কাবি নতুন এ সময়সীমা ঘোষণা করেন।

নতুন ঘোষণা অনুযায়ী যাদের ভিসার মেয়াদ এ বছরের মার্চ ও এপ্রিলে শেষ হয়েছে তারা ১২ জুলাই থেকে আগামী তিন মাসের মধ্যে নবায়নের জন্য আবেদন করবেন।

এদিকে ১ মার্চের পর মেয়াদ শেষ হওয়া ব্যক্তিরা জরিমানা ছাড়াই আরব আমিরাত ছাড়তে ১২ জুলাই থেকে এক মাস সময় পাবে।

মে মাসে মেয়াদ শেষ হওয়া ব্যক্তিরা ১১ আগস্ট থেকে নবায়নের আবেদন করতে পারবে। আর জুন থেকে জুলাইয়ের ১১ তারিখ পর্যন্ত মেয়াদ শেষ হওয়া ব্যক্তিরা ১০ সেপ্টেম্বর থেকে নবায়নের আবেদন করতে পারবে।

এ ছাড়া ১১ জুলাইয়ের পর মেয়াদ শেষ হওয়া ব্যক্তিদের জন্য কোনো তারিখ ঘোষণা করা হয়নি।