সপ্তমবারের মতো একে পার্টির চেয়ারম্যান নির্বাচিত এরদোয়ান

Looks like you've blocked notifications!
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ফাইল ছবি

সপ্তমবারের মতো তুরস্কের একে পার্টির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সম্মেলনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানায়।

দলীয় কংগ্রেসের এক হাজার ৪৩১ ভোটের মধ্যে এক হাজার ৪২৮ ভোট পেয়ে দলের চেয়ারম্যান পুনরায় নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান।

নির্বাচিত হওয়ার পর সবাইকে ধন্যবাদ জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের কংগ্রেস দেশ, জাতি ও দলের জন্য উপকার বয়ে আনে। আমাকে পুনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা।’

এদিকে, দেশটির বিরোধী দল এমএইচপি নেতা দেভলেত বাহচেলি এরদোয়ানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন।