সফল উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হলো ‘স্টারশিপ’ রকেট

Looks like you've blocked notifications!
যুক্তরাষ্ট্রের টেক্সাসে বোকাচিকা উৎক্ষেপণ কেন্দ্র থেকে আজ বৃহস্পতিবার স্পেসএক্সের পরবর্তী প্রজন্মের রকেট ‘স্টারশিপ’ সফলভাবে উৎক্ষেপণের পর বিস্ফোরিত হয়। ছবি : রয়টার্স

মহাকাশে পাঠাতে স্পেসএক্সের সবচেয়ে শক্তিশালী রকেট ‘স্টারশিপ’ উৎক্ষেপণের কিছুক্ষণ পরেই বিস্ফোরিত হয়েছে। টেক্সাস থেকে আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) উৎক্ষেপণের পর ঘটে এই ঘটনা। রকেটটি খাড়াভাবে উৎক্ষেপণের ঠিক দুই সেকেন্ড আগে এটিকে থামিয়ে দেওয়া হয় এবং কয়েক মিনিট পর রকেটটিকে চূড়ান্তভাবে উৎক্ষেপণের সংকেত দেওয়া হয়। খবর বিবিসির।

বিবিসি বলছে, সব জটিলতা শেষে ‘স্টারশিপ’ আকাশে ওঠে, কিন্তু যখন বুস্টারটিকে কাঠামো থেকে আলাদা করার চেষ্টা করা হয়, তখন প্রক্রিয়াগত ব্যর্থতার কারণে উৎক্ষেপণ বাতিল করে দেওয়া হয়। যে কারণে এটি বিধ্বস্ত হয়।

তবে, বিস্ফোরিত হলেও স্পেসএক্সের চোখে এই পুরো প্রক্রিয়াটিকে সফল হিসেবে দেখা হচ্ছে। কোম্পানির প্রতিষ্ঠাতা এলন মাস্ক এই ‘উত্তেজনাকর উৎক্ষেপণ পরীক্ষাকে’ স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, কয়েক মাসের মধ্যেই আরেকটি রকেট মহাকাশে পাঠানো হবে।

স্পেসএক্স আশা করছে, এই রকেট উৎক্ষেপণের মাধ্যমে আন্তগ্রহ ভ্রমণের যুগের সূচনা হতে পারে।

এই সপ্তাহের মধ্যে রকেটটি মহাকাশে পাঠাতে এটি ছিল দ্বিতীয় প্রচেষ্টা। গত সোমবার প্রথম প্রচেষ্টাটি বাতিল করা হয় রকেটের ভাল্ব ঠান্ডায় জমে যাওয়ার কারণে।