সমর্থকদের দেখা দিতে হঠাৎ হাসপাতালের বাইরে এলেন ট্রাম্প

Looks like you've blocked notifications!
হাসপাতালের বাইরে ভিড় জমানো সমর্থকদের অভিবাদন জানাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনায় আক্রান্ত হওয়ায় দলের কর্মী-সমর্থকদের মাঝে যেতে পারছেন না। তাতে কী হয়েছে, সমর্থকরা ভিড় জমিয়েছেন প্রিয় নেতাকে চিকিৎসা দেওয়া হাসপাতালটির বাইরে।

এরই মধ্যে হঠাৎ হাসপাতাল ছেড়ে সমর্থকদের মাঝে চলে এলেন ট্রাম্প। সামাজিক দূরত্ব মেনে কালো গাড়িতে চেপে সমর্থকদেরকে হাত নেড়ে অভিবাদন জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিছুক্ষণের মধ্যেই অবশ্য তিনি হাসপাতালে ফিরে যান।

এর আগে এক টুইটে ট্রাম্প বলেছিলেন, তাঁকে দেখতে আসা ভক্ত সমর্থকদের ‘আকস্মিক সাক্ষাৎ’ দিতে পারেন তিনি। সংবাদমাধ্যম বিবিসির খবরে এসব জানানো হয়েছে।

মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ট্রাম্পকে ওষুধ হিসেবে রেমডেসিভির দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ট্রাম্পের চিকিৎসক শন কনলি। ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারের সামনে গতকাল রোববার এক ব্রিফিংয়ে এ তথ্য জানান কনলি। করোনা শনাক্তের ২৪ ঘণ্টার মধ্যে ট্রাম্পকে হাসপাতালে ভর্তি করা হয়। শন কনলি জানান, ট্রাম্প খুব ভালো আছেন; তাঁর অক্সিজেন

লেভেল দুবার নিচে নেমে গেলেও বর্তমানে তা স্বাভাবিক আছে এবং আজ সোমবার যেকোনো সময় তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। শন কনেলি আরো বলেন, ট্রাম্প স্টেরয়েড থেরাপিতে আছেন। তাঁকে রেজনারনের অ্যান্টিবডি ককটেলের একটি ডোজ দেওয়া হয়েছে। এই চিকিৎসা পদ্ধতি ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে রয়েছে।

হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই টুইটারে পোস্ট করা একটি ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তবে করোনাযুদ্ধে আগামী কয়েক দিন তাঁকে ‘আসল পরীক্ষা’ দিতে হবে।