সমুদ্র সৈকতের কাছে আছড়ে পড়ল হেলিকপ্টার (ভিডিও)

Looks like you've blocked notifications!

যুক্তরাষ্ট্রের মায়ামি সমুদ্র সৈকতের কাছে একটি হেলিকপ্টার আছড়ে পড়েছে। ঘটনাস্থলের খুব কাছেই ছিল অনেক মানুষ। বিশেষ করে সাঁতারুরা। কারণ জায়গাটি যুক্তরাষ্ট্রের অন্যতম পর্যটন কেন্দ্র। রোববার এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় পুলিশ এক টুইট বার্তায় জানায়, হেলিকপ্টারটিতে থাকা তিনজন যাত্রীর মধ্যে দুইজনকে জ্যাকসন মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ও তারা সুস্থ আছেন।

মায়ামি সৈকত পুলিশ বিভাগ জানায়, শনিবার বিকেলে একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে এমন খবর পেয়ে ছুটে যান তারা।

অন্যদিকে পুলিশের পোস্ট করা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, হেলিকপ্টারটি একদল সাঁতারুর কাছে সরাসরি পানিতে আছড়ে পড়ছে। এসময় সৈকতেও অনেক পর্যটকের ভিড় ছিল। দুর্ঘটনায় মাত্র দুই যাত্রী আহত হন।

তবে কী কারণে এটি বিধ্বস্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। দেশটির ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এ ঘটনার তদন্ত করছে বলেও জানা গেছে। পাশাপাশি কর্তৃপক্ষ সৈকতটি আপাতত বন্ধ করে দিয়েছে।