সরকার গঠনে ব্যর্থ হয়ে পদ ছাড়লেন লেবাননের হবু প্রধানমন্ত্রী

Looks like you've blocked notifications!
সরকার গঠনের চেষ্টায় ব্যর্থ হয়ে পদত্যাগ করলেন লেবাননের মনোনীত প্রধানমন্ত্রী সাদ হারিরি। ছবি : রয়টার্স

দীর্ঘ নয় মাস ধরে সরকার গঠনের চেষ্টায় ব্যর্থ হয়ে পদত্যাগ করলেন লেবাননের মনোনীত প্রধানমন্ত্রী সাদ হারিরি। এর মধ্য দিয়ে দেশটিতে রাজনৈতিক সংকট আরো তীব্র হলো। খবর বিবিসির।

গতকাল বৃহস্পতিবার বাবদা প্যালেসে দেশটির প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক শেষে পদ ছাড়ার ঘোষণা দেন সাদ হারিরি। তিনি বলেছেন, এটা স্পষ্ট যে তিনি প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে মন্ত্রিপরিষদের পদের বিষয়ে একমত হতে পাররেননি।

গত সরকার ২০২০ সালের আগস্টে রাজধানী বৈরুতের ভয়াবহ বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে পদত্যাগ করে, যেখানে অন্তত ২০০ লোক মারা যায়।

সাংবাদিকদের হারিরি বলেন, ‘আমি সরকার গঠন থেকে সরে গেছি। আউন কিছু সংশোধনী চেয়েছেন, যা তিনি জরুরি বলে মনে করেন। আর বলেছেন, আমরা একে অপরের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে পারব না... ঈশ্বর এই দেশকে বাঁচান।’

যদিও প্রেসিডেন্ট আউন অভিযোগ করেছেন, হারিরি তাঁর সঙ্গে বৈঠকের আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন।

প্রেসিডেন্টের কার্যালয় থেকে বিবৃতিতে বলা হয়েছে, হারিরি বিভিন্ন মন্ত্রণালয়ে পরিবর্তন, বিতরণ এবং তাদের সঙ্গে জড়িত নাম সম্পর্কিত যে কোনো সংশোধনী বাতিল করে দিয়েছেন।

লেবাননের আল-জাদীদ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সাদ হারিরি বলেছেন, তিনি অভিজ্ঞতা এবং অর্থনীতি পুনর্গঠন ক্ষমতার ওপর ভিত্তি করে তাঁর মন্ত্রিসভার সদস্যদের নির্বাচিত করেছিলেন, যেটা আউন করেননি।