সস্ত্রীক করোনায় আক্রান্ত সিরিয়ার প্রেসিডেন্ট

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তাঁর স্ত্রী। ছবি : রয়টার্স
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তাঁর স্ত্রী আসমা আল আসাদ। আজ সোমবার সিরীয় প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবিসি ও সিএনএনের খবরে এ কথা জানানো হয়।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) জানায়, সিরীয় প্রেসিডেন্ট ও ফার্স্টলেডি দুজনের শরীরেই মৃদু উপসর্গ ছিল। পরে তাঁদের পিসিআর টেস্টের ফলাফল পজিটিভ এসেছে।

৫৫ বছর বয়সী প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রী শারীরিকভাবে ভালো অবস্থায় রয়েছেন এবং আগামী দুই সপ্তাহ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায়ই দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যাবেন বলে জানানো হয়।