সহস্রাধিক জনসমাগমের শপিংমলে রুশ হামলা : জেলেনস্কি

Looks like you've blocked notifications!
ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রেমেঞ্চাকের একটি শপিংমলে রুশ বাহিনীর বোমা হামলায় আগুন ধরে যায়। ছবি : সংগৃহীত

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রেমেঞ্চাকের একটি শপিংমলে বোমা হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত দুজন নিহত ও ২০ জন আহতের খবর পাওয়া গেছে। এদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে আজ সোমবার এ তথ্য জানানো হয়।

বিমান হামলার সময় শপিংমলটিতে এক হাজারের বেশি মানুষ ছিল বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিওতে জেলেনস্কি বলেন, ‘এতে হতাহতের সংখ্যা কল্পনা করাও কঠিন। ক্রেমেঞ্চাক শহরের শপিংমলটি কোনোভাবেই রাশিয়ার সামরিক বাহিনীর জন্য ঝুঁকিপূর্ণ ছিল না। এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কোনো স্থানও নয়। মানুষজন একেবারেই সাধারণ জীবনযাপন করছিল।’

প্রেসিডেন্ট জেলেনস্কির শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, শপিংমলটিতে আগুন জ্বলছে। এর সামনে উদ্ধারকারী বাহিনীর সদস্যদের একটি গাড়িও রয়েছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্টের কার্যালয়ের ডেপুটি হেড কিরিলো টিমোশেঙ্কো বলেন, বোমা হামলার আগুনে এরই মধ্যে দুজন নিহত এবং ২০ জন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে ৯ জন গুরুতর আহত।