সাংবাদিক রোজিনাকে হেনস্তা ও গ্রেপ্তারের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ

Looks like you've blocked notifications!
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। ছবি : সংগৃহীত

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

গতকাল মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক উদ্বেগের কথা জানান।

ডুজারিক বলেন, ‘বিষয়টিতে আমাদের নজর রয়েছে, বাংলাদেশে একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। এটি অবশ্যই উদ্‌বেগের বিষয়। আমাদের অবস্থান পরিষ্কার, কোনো ধরনের হেনস্তা বা শারীরিক হামলার হুমকি ছাড়াই বিশ্বের সর্বত্র সাংবাদিকদের কাজ করতে দিতে হবে। অবশ্যই বাংলাদেশও তার অন্তর্ভুক্ত।’

স্টিফেন ডুজারিক বলেন, ‘মহামারিকালে বিশ্বব্যাপী সাংবাদিকেরা অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন। তাঁরা যেখানেই কাজ করুন না কেন, তাঁদের কাজ চালিয়ে যেতে দিতে হবে।’