সাংহাইয়ের অর্ধেক করোনামুক্ত হলেও লকডাউন থাকবে

Looks like you've blocked notifications!
চীনের সাংহাইয়ের অধিবাসী মা ও মেয়ে। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি : রয়টার্স

নতুন করে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় লকডাউন আরোপ করা চীনের সাংহাই নগরীর অর্ধেক অঞ্চল সংক্রমণমুক্ত হয়েছে। আজ বুধবার সাংহাইয়ের স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

করোনার সংক্রমণ কমতে থাকায় চীনের শেয়ারবাজারেও চাঙ্গাভাব ফিরতে শুরু করেছে।

ছয় সপ্তাহ ধরে লকডাউন জারি রয়েছে সাংহাইতে। সেখানে করোনা কমলেও দেশজুড়ে যে কড়াকড়ি আরোপ করেছে, চীন তা বহাল থাকবে বলে জানিয়েছেন শহরটির কর্তৃপক্ষ। বলা হয়েছে, বিধিনিষেধ তুলে নেওয়ার পরিস্থিতি এখনও আসেনি।

করোনা রোধে চীন সরকারের ব্যাপক কড়াকড়ি নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে সমালোচনা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান একে ‘টেকসই নয়’ বলে উল্লেখ করেছেন।

ছয় সপ্তাহ ধরে চলা লকডাউনে সাংহাইয়ের বহিরাঞ্চলে মঙ্গলবার একজনেরও করোনা শনাক্ত হয়নি। গত ১ মের পর থেকে এই প্রথম এসব এলাকা করোনামুক্ত হলো।

সাংহাইতে গতকাল মঙ্গলবার এক হাজার ৪৮৭ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। গত ২৩ মার্চের পর এটিই সর্বনিম্ন।

অন্যদিকে, আজ বুধবার চীনের রাজধানী বেইজিংয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল মঙ্গলবার ৩৭ জনের করোনা ধরা পড়েছে।