সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্য হতে চায় তুরস্ক

Looks like you've blocked notifications!
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : রয়টার্স

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে (এসসিও) আনুষ্ঠানিকভাবে যোগ দিতে চায় তুরস্ক। উজবেকিস্তানের সমরকন্দে সাংহাই শীর্ষ সম্মেলনে যোগদান শেষে শনিবার এ কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এবারের সম্মেলনে তিনি বিশেষ অতিথি হিসেবে অংশ নেন। খবর রয়টার্সের।

উজবেকিস্তান থেকে দেশে ফেরার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরদোয়ান বলেন, 'সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক হবে ভিন্ন অবস্থান থেকে। অবশ্যই তুরস্কে যোগ দিতে চায় এবং এটাই আমাদের লক্ষ্য।'

এই পদক্ষেপে দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক আরও মজবুত হবে বলে মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট।

সাংহাই সহযোগিতা হচ্ছে একটি আঞ্চলিক অর্থনৈতিক জোট। এই জোটের পূর্ণ সদস্য চীন, রাশিয়া, কিরগিজস্তান, উজবেকিস্তান, ভারত ও পাকিস্তান।

আর সংলাপের অংশীদার রাষ্ট্র হিসেবে মর্যাদা পেয়েছে  তুরস্ক, আরমেনিয়া, আজারবাইজান, কম্বোডিয়া, নেপাল এবং শ্রীলঙ্কা।