সাইবেরিয়ায় রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

Looks like you've blocked notifications!
রাশিয়ার একটি সুখই এসইউ-৩০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে সাইবেরিয়ার দক্ষিণের ইরকুৎস্ক নগরীর একটি আবাসিক এলাকার উপর পড়ছে। ছবি : রয়টার্স

রাশিয়ার একটি সুখই এসইউ-৩০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে সাইবেরিয়ার দক্ষিণের ইরকুৎস্ক নগরীর একটি আবাসিক এলাকার উপর পড়ছে।

ওই অঞ্চলের গভর্নর ইগর কোবজেভ ইন্সটাগ্রামে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন বলে জানায় বিবিসি।

কোবজেভ বলেন, তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। উভয় পাইলট নিহত হয়েছেন। তবে স্থানীয় কেউ আহত হননি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে একটি আবাসিক এলাকায় কয়েকটি ভবনে আগুন জ্বলতে দেখা যাচ্ছে।

রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, পরীক্ষামূলক উড্ডয়নের সময় ওই যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

গত ছয় দিনের মধ্যে এটি রাশিয়ার দ্বিতীয় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা। গত সোমবার সুখই সু-৩৪ ইউক্রেইনের কাছের ইয়েস্ক নগরীর উপর বিধ্বস্ত হয় এবং ‍অন্তত ১৫ জন নিহত হন।