সাপ্তাহিক ছুটি তিন দিন করার কথা ভাবছে সৌদি আরব

Looks like you've blocked notifications!
সাপ্তাহিক ছুটি তিন দিন করার কথা বিবেচনা করছে সৌদি আরব। ছবি : খালিজ টাইমস

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে যে, দেশটিতে সাপ্তাহিক ছুটি তিন দিন করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। স্থানীয় সৌদি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর সংযুক্ত আরব আমিরাত এটি কার্যকর করার পর সৌদি আরব তিন দিনের সপ্তাহান্তের কথা বিবেচনা করছে।

প্রতিবেদন অনুসারে, সুবিধাভোগীদের প্রশ্নের উত্তর দিতে  মন্ত্রণালয়ের প্রতিক্রিয়াটি টুইটার অ্যাকাউন্টে দৃশ্যমাণ ছিল । টুইটে বলা হয়েছে যে, কর্মসংস্থান বৃদ্ধি, স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগের জন্য বাজারের আকর্ষণ বাড়াতে একটি পর্যালোচনার মাধ্যমে বর্তমান কর্মব্যবস্থা যাচাই করছে মন্ত্রণালয়। আরও বলা হয়েছে যে, কর্ম ব্যবস্থাপনার একটি খসড়ার বিষয়ে জনসাধারণের পরামর্শের জন্য প্ল্যাটফর্মে একটি জরিপ  রাখা হয়েছে। খবর খালিজ টাইমসের।

সংযুক্ত আরব আমিরাত ২০২২ সালের ১ জানুয়ারি সংক্ষিপ্ত কাজের সপ্তাহ চালু করেছে। একটি যুগান্তকারী সংস্কারের মাধ্যমে শুক্র-শনিবারের সপ্তাহান্তের ছুটি শুক্র থেকে রোববার পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন ব্যবস্থা সমস্ত সরকারি সংস্থাগুলিতে চালু করা হয়েছে এবং বেসরকারি খাতের বেশিরভাগ সংস্থা এটি অনুসরণ করছে।