সিঙ্গাপুরে করোনার টিকা দেওয়ার কার্যক্রম শুরু

Looks like you've blocked notifications!
সিঙ্গাপুরে করোনাভাইরাসের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। ছবি : রয়টার্স

সিঙ্গাপুরে করোনাভাইরাসের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার দেশটির একজন সিনিয়র স্বাস্থ্যকর্মীর দেহে ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়ার মধ্য দিয়ে এ টিকাদান কার্যক্রম শুরু হয়।

সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস এক প্রতিবেদনে জানায়, সিঙ্গাপুরের ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিজের (এনআইসিডি) স্বাস্থ্যকর্মীদের প্রথম টিকা দেওয়ার মাধ্যমে বুধবার এই কার্যক্রম শুরু হলো। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এনআইসিডি’র স্বাস্থ্যকর্মী ছাড়াও এদিন প্রশাসনিক স্টাফসহ ৩০ জনেরও বেশি লোক টিকা পাচ্ছেন। এনআইসিডি আরো জানায়, ২০২১ সালের জানুয়ারি থেকে পর্যায়ক্রমে স্বাস্থ্যখাতের সবাইকে টিকা দেওয়া হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছিল, ৭০ কিংবা তার চেয়ে বেশি বয়স্কদের ফেব্রুয়ারি থেকে টিকা দেওয়ার কাজ শুরু হবে।