সিরিয়ার তেলক্ষেত্র নিয়ন্ত্রণে আমেরিকাকে সাহায্য করবে না রাশিয়া
রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভারশিনিন বলেছেন, সিরিয়ার তেলক্ষেত্রের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও সেখান থেকে তেল উত্তোলনের ব্যাপারে আমেরিকাকে কোনোমতেই সহযোগিতা করবে না মস্কো। কারণ, এসব তেলক্ষেত্র যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার জনগণের সম্পদ।
গতকাল বুধবার রাশিয়ার বার্তা সংস্থা তাস সের্গেই ভারশিনিনের এ বক্তব্য তুলে ধরেছে। সের্গেই বলেন, ‘আমরা এ বিষয়ে পরিষ্কার যে, সিরিয়ার তেলক্ষেত্র ও সব প্রাকৃতিক সম্পদ শুধু দেশটির জনগণের, আর কারো নয়।’
এর আগে গত মঙ্গলবার সের্গেই বলেছিলেন, সিরিয়ায় মার্কিন সেনাবাহিনীর উপস্থিতি অবৈধ ও আন্তর্জাতিক সব আইনের লঙ্ঘন। তিনি বলেন, সিরিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি বজায় রাখার জন্য আমেরিকার যে পদক্ষেপ নিয়েছে, তা আন্তর্জাতিক সব আইনের দৃষ্টিকোণ থেকে অবশ্যই অগ্রহণযোগ্য ও অবৈধ।
সম্প্রতি তুরস্কের একাধিক গণমাধ্যম জানিয়েছে, সিরিয়ার তেলসমৃদ্ধ দেইর আজ-যোর প্রদেশে আমেরিকা দুটি নতুন সামরিক ঘাঁটি তৈরি করছে। এরপর রাশিয়ার মন্ত্রী এ কথা বলেন।
গত মঙ্গলবার সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের একটি তেলক্ষেত্রের কাছে সেনা মোতায়েন করেছে বলে খবর পাওয়া গেছে।