সিরিয়ায় আল-কায়েদাপন্থি নেতাকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র

Looks like you've blocked notifications!
প্রতীকী ছবি : রয়টার্স

সিরিয়ার ইদলিব প্রদেশে আল-কায়েদা সমর্থিত গোষ্ঠী হুররাস আল-দ্বীনের জ্যেষ্ঠ নেতা আবু হামজাহ আল ইয়েমেনিকে হত্যা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ইউএস সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে এ তথ্য জানায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

আবু হামজাহ আল ইয়েমেনি গতকাল সোমবার মোটরসাইকেলে থাকা অবস্থায় তার ওপর হামলা করা হয় বলে জানায় ইউএস সেন্ট্রাল কমান্ড। তবে এ ঘটনায় সাধারণ মানুষজন হতাহত হয়েছে কি না তা জানানো হয়নি।

ইউএস সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে বলা হয়, ‘জ্যেষ্ঠ এই নেতাকে হত্যার মধ্য দিয়ে মার্কিন নাগরিক এবং বিশ্বব্যাপী নিরাপরাধ লোকজনের ওপর আল-কায়েদার হামলা করার সক্ষমতা কমবে।’

মানবিক সাহায্য সংস্থা দ্য সিরিয়ান সিভিল ডিফেন্স এক টুইটে জানায়, সোমবার মধ্যরাতের একটু আগে মোটরসাইকেলে থাকা অবস্থায় টার্গেট করে তার ওপর রকেট হামলা চালানো হয়। তার মরদেহ ইদলিব শহরের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। হুররাস আল-দ্বীন ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্বব্যাপী বিস্তৃত জঙ্গি সংগঠন আল-কায়েদার সমর্থকেরাই মূলত এটি গঠন করে।