সিরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ৫৩

Looks like you've blocked notifications!
সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আর-শোখনা শহরের মরুভূমিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ছবি : আল-জাজিরা

শক্তিশালী ভূমিকম্পে হাজারো মানুষের মৃত্যুর ঘটনায় সিরিয়া এখন সংবাদমাধ্যমে আলোচনার কেন্দ্র রয়েছে। এর মধ্যে দেশটিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। নিহত হয়েছেন অন্তত ৫৩ জন। খবর আল-জাজিরার।

সিরিয়া সরকারের অভিযোগ, এ হামলার পেছনে ইসলামিক স্টেটস (আইএস) জড়িত। তবে আইএসের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক স্বীকারোক্তি দেওয়া হয়নি। গত এক বছরের বেশি সময়ের মধ্যে দেশটিতে এটাই সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত খবরে বলা হয়েছে, সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আর-শোখনা শহরের মরুভূমিতে গতকাল শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এলোপাতাড়ি গুলি চালায় আইএসের সন্ত্রাসীরা। এতে অন্তত ৫৩ জন নিহত হন।

স্থানীয় পালমিরা হাসপাতালের পরিচালক ওয়ালিদ আদি জানান, হামলার ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে ৪৬ জন বেসামরিক মানুষ ও সাতজন সিরীয় সেনা রয়েছেন।

যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকালের ওই হামলার খবর নিশ্চিত করেছে।

এ ছাড়া গত ৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূমিকম্পে দেশটিতে নিহত মানুষের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। জাতিসংঘের মতে, দেশটিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন এক কোটির বেশি মানুষ।