সিরীয় বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি ড্রোন ভূপাতিত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/02/28/isreil-pic.jpg)
বিভিন্ন ইস্যুর জেরে মধ্যপ্রাচ্যে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে নিজেদের সীমান্তে একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে সিরীয় বাহিনী। জবাবে ইসরায়েলও সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
শুক্রবার এ খবর প্রকাশ করেছে ‘দ্য টাইমস অব ইসরায়েল’ ও ‘সানা’। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এই ড্রোন ভূপাতিত ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।
খবরে বলা হয়েছে, ইসরায়েলের একটি ড্রোন সিরিয়ার সীমান্ত এলাকায় উড়ছিল। নিজেদের জন্য বিপজ্জনক ভেবে ড্রোনটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় সিরীয় সেনারা। এতে ইসরায়েলি ড্রোনটি ভূপাতিত হয়।
অন্যদিকে এর কিছুক্ষণ পরই সীমান্তে মোতায়েন সিরীয় সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে তিনজন সিরীয় সেনা আহত হয়েছেন। এছাড়া এই হামলায় সিরীয় সেনাদের সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এ দিকে সিরিয়ার ইদলিব প্রদেশে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। গত দুই সপ্তাহ ধরে ইদলিব প্রদেশে বড় ধরনের অভিযান চালাচ্ছে সিরিয়ার সরকারি বাহিনী। আর এ ক্ষেত্রে তাদের সমর্থন দিচ্ছে রাশিয়া। তুরস্ক শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে।