সুইডেনের ডাকটিকেটে পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ

Looks like you've blocked notifications!
সুইডেনের নতুন ডাকটিকেটে ব্যবহার করা হয়েছে আলোচিত পরিবেশকর্মী গ্রেটা থানবার্গের ছবি। ছবি : সংগৃহীত

সুইডেনের ডাক বিভাগ থেকে প্রকাশিত নতুন ডাকটিকেটে আলোচিত পরিবেশকর্মী গ্রেটা থানবার্গের ছবি ব্যবহার করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, ‘ভবিষ্যতের প্রজন্মের জন্য সুইডেনের অনন্য প্রকৃতি সংরক্ষণ’ করার জন্য কাজ করায় গ্রেটা থানবার্গকে এ স্বীকৃতি দিল সুইডেন সরকার।

খবরে বলা হয়, গত বৃহস্পতিবার থেকে এসব ডাকটিকেট বিক্রি শুরু হয়েছে। হলুদ রেইনকোট পরে গ্রেটা থানবার্গ পাহাড় ঘেঁষে দাঁড়িয়ে পাখির ঝাঁক দেখছে এমন একটি ছবি ডাকটিকিটে ব্যবহার করা হয়েছে।

এ সম্পর্কে সুইডেনের ডাক বিভাগের প্রধান ক্রিস্টিনা ওলফডটার বলেন, ‘আমরা আনন্দিত যে, গ্রেটাসহ প্রাকৃতিক পরিবেশের অন্য অনেক গুরুত্বপূর্ণ ছবি আমাদের নতুন ডাকটিকেটে ব্যবহার করা হয়েছে।’

ক্রিস্টিনা ওলফডটার আরো বলেন, ‘প্রাকৃতিক এ জায়গাগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং এগুলো সংরক্ষণ করার জন্য আমাদের সবারই নিজ নিজ অবস্থান থেকে কাজ করা দরকার।’

এর আগে বিখ্যাত ফুটবলার স্লাতান ইব্রাহিমোভিচ, লেখক অ্যাস্ট্রিড লিন্ডগ্রেন ও প্রয়াত ডিজে আভিসির ছবি সুইডেনের ডাকটিকেটে ব্যবহার করা হয়েছে।