সুইডেনে স্কুলে ছুরি-কুড়াল নিয়ে হামলা, ২ নারী নিহত

Looks like you've blocked notifications!
সুইডেনের মালমো লাতিন স্কুলে হামলার ঘটনার পর উপস্থিত হন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মীরা। ছবি : সংগৃহীত

সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মালমো শহরের একটি স্কুলে ছুরি ও কুড়াল দিয়ে চালানো হামলায় দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই স্কুলেরই এক ১৮ বছর বয়সী শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মালমো শহরের মালমো লাতিন স্কুলে স্থানীয় সময় সোমবার বিকেলে দিকে এ হামলার ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, কী কারণে এ হত্যাকাণ্ড চালানো হয়েছে, তা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নিহত দুই নারী ওই স্কুলে কাজ করতেন। হামলার ঘটনার পর অ্যাম্বুলেন্সে করে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।

বিবিসি বলছে, যখন হামলা চালানো হয়, তখন শিক্ষক-শিক্ষার্থীসহ ওই স্কুলে ৫০ জনের মতো উপস্থিত ছিল। এরপর বিকেল ৫টার দিকে পুলিশের কাছে হামলার সংবাদ পৌঁছায়।

সুইডেনের গণমাধ্যম বলছে, অভিযুক্ত হামলাকারী একটি ছুরি ও কুড়াল নিয়ে ওই স্কুলে উপস্থিত ছিলেন। হামলার পর তিনি জরুরি নম্বরে ফোন দিয়ে দুজনকে হত্যার কথা স্বীকার করেন বলে জানা গেছে।