সুদানের সেনাবাহিনী ও প্রতিপক্ষ বাহিনীর লড়াইয়ে নিহত ৫৬
সুদানের রাজধানীসহ কয়েকটি এলাকায় সামরিক বাহিনী ও একটি শক্তিশালী আধাসামরিক বাহিনীর মধ্যে গতকাল শনিবার (১৫ এপ্রিল) প্রচণ্ড লড়াই হয়েছে। এ ঘটনায় হতাহত ৬৫০ জন ছাড়িয়ে গেছে এবং বিস্তৃত পরিসরে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।
দেশটির চিকিৎসকরা শনিবার রাতে জানান, অন্তত ৫৬ জন নিহত ও ৫৯৫ জনেরও বেশি আহত হয়েছেন। তবে সুদান ডক্টরস সিন্ডিকেট জানিয়েছে, পশ্চিম দারফুর অঞ্চল ও উত্তরাঞ্চলীয় শহর মেরোওয়েতে সামরিক ও আরএসএফ সদস্যসহ বহু হতাহতের ঘটনা ঘটেছে।
সেনাবাহিনী ও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) গ্রুপের মধ্যে কয়েক মাস ধরে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে এই সংঘর্ষ বাঁধে। দুপক্ষের এই উত্তেজনার কারণে দেশটিতে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটি চুক্তি বিলম্বিত হয়।
এক দিনের তীব্র লড়াইয়ের পরে সামরিক বাহিনী আরএসএফের সঙ্গে আলোচনার বিষয়টি প্রত্যাখ্যান করেছে এবং তাদেরকে ‘বিদ্রোহী মিলিশিয়া’ নামে অভিহিত করে। এই কঠোর ভাষা ২০২১ সালে যৌথভাবে অভ্যুত্থানকারী সাবেক মিত্রদের মধ্যে দ্বন্দ্ব অব্যাহত থাকার বিষয়ে ইঙ্গিত দেয়।
সুদান ডক্টরস সিন্ডিকেট তাৎক্ষণিক ৫৬ জন নিহত হওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তবে তাদের মধ্যে অন্তত ছয়জন রাজধানী খার্তুমের ওমদুরমান এলাকায় নিহত হয়েছে বলে জানায় তারা। দক্ষিণ দারফুর প্রদেশের রাজধানী শহর নিয়ালার আশপাশে অন্তত আটজন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন।